Apan Desh | আপন দেশ

রাজধানীতে তাপমাত্রার সঙ্গে বেড়েছে বায়ু দূষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ৭ অক্টোবর ২০২৪

রাজধানীতে তাপমাত্রার সঙ্গে বেড়েছে বায়ু দূষণ

ফাইল ছবি

জলবায়ু পরিবতনের কারনে বিশ্বের বিভিন্ন শহর পরিবেশ ভারসাম্য হারাচ্ছে প্রতিদিন। তবে বৃষ্টিপাতের ফলে কিছুটা কমলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে বায়ুদূষণের মাত্রা।

সোমবার (৭ অক্টোবর) বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ চার নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে দূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ১৭২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল ৯টায় আইকিউএয়ার সূচকে দূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ১৭২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এছাড়া দিল্লির পরেই ১৬৩ স্কোর নিয়ে বায়ুদূষণে ১২০ শহরের শীর্ষ চার নম্বরে আছে ঢাকা। বাতাসের এই মানও ঢাকার বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর। এই অবস্থায় নগরবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়