Apan Desh | আপন দেশ

স্বর্ণের চড়া মূল্যে দুশচিন্তায় প্রবাসী ব্যবসায়ীরা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৬, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪

স্বর্ণের চড়া মূল্যে দুশচিন্তায় প্রবাসী ব্যবসায়ীরা

ফাইল ছবি

প্রতিনিয়ত লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। স্বর্ণের এমন চড়া মূল্যের কারণে সংযুক্ত আরব আমিরাতে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বছরের যে সময় রমরমা ব্যবসা হওয়ার কথা ক্রেতা সংকটে এখন দুশচিন্তায় ব্যবসায়ীরা।

দাম আর গুণগত মানের কারণে স্বর্ণ-গহনা কিনতে অনেকের কাছেই পছন্দের নাম আরব আমিরাত। দেশটির অভিজাত শহরগুলোতে বেড়াতে গিয়েও স্বর্ণ কেনেন সৌখিন পর্যটকদের কেউ কেউ। তাই বছরজুড়ে ভিড় লেগে থাকে দোকানগুলোতে।

তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার আনাগোনা। বাদ দিয়েছেন প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার চিন্তা।

দুবাইয়ের স্বর্ণের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম সর্বোচ্চ দিরহামে ৩১৮.৫০ পয়সা বা টাকায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা বেশি মূল্যে কিনতে হচ্ছে। আগস্ট মাসে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৯৭.৫০ দিরহাম, আর সেপ্টেম্বর এ দাম বেড়ে দাড়ায় ৩১৮.৫০ দিরহাম। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিলো ২৭২.৭৫ দিরহাম আর বর্তমানে দাম বেড়ে দাড়ায় ২৯৪.৭৫ দিরহাম। একই ভাবে বেড়েছে ২১ এবং ১৮ ক্যারেটের দামও।

প্রবাসী ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক দামে আমিরাতের দোকানগুলোতে অন্তত ২০ শতাংশ কমেছে বেচা-বিক্রি।

দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় যুক্ত তিনশোরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক এবং ভ্রমণ পিপাসু পর্যটকরাই সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ-গহনার বড় ক্রেতা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়