Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ভূমিধসে দুই বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে নির্মাণাধীন এলাকায় ড্রেন খনন করতে গিয়ে ভূমিধসে চাপা পড়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল এ তথ্য জানিয়েছেন।

ইসমাইল জানান, জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের একটি দল ছুটে গিয়ে ৩০ ও ২৫ বছর বয়সি বাংলাদেশি দুজন শ্রমিককে উদ্ধার করে। তবে তাদের নাম জানা যায়নি।
 
ইসমাইল আরো জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় ধ্বংসস্তূপ ও কংক্রিটের কালভার্ট ইউ বক্সে চাপা পড়ে প্রায় ০.৩ মিটার গভীর ভূমিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন তারা। পরে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/কেএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়