Apan Desh | আপন দেশ

সৌদিতে সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ৭ সেপ্টেম্বর ২০২৪

সৌদিতে সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হতাহত ১৫ জন একই ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সৌদি আরবের সঙ্গে কুয়েতের সীমান্তবর্তী সাফা নিয়া এলাকা থেকে রিয়াদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন চুন্নু হাওলাদারের ছেলে রিফাত হোলাদার, বাকি ২ জনের নাম জানা যায়নি। আহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন সুজন মাথুব্বার ও জামাল চকিদার। আহত বাকি ১১ জনের নাম জানা যায়নি। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে সাফার বাতিল হাসপাতালে।  

সৌদির ট্রাফিক পুলিশ একটি মামলা রেজিষ্ট্রার করেছে। দূর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

এদিকে সৌদি আরব শ্রম আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং কর্মচারীদের সুবিধা বাড়ানো হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বলা হচ্ছে, নতুন আইনে কর্মীরা আগের চেয়ে বেশি সুবিধা পাবেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন আইন কার্যকর হবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়